শাকিবের নতুন ছবিতে নায়িকা হানিয়া আমির!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢালিউড প্রেমীদের জন্য নতুন এক চমক নিয়ে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শিগগিরই ছবির শুটিং শুরু হবে, যেখানে শাকিবের সঙ্গে একাধিক নায়িকা থাকবেন।
নায়িকাদের তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। কলকাতার ইধিকা পাল ও তানজিন তিশার নাম আগে আলোচনায় আসে। এবার জানা গেছে, শাকিবের ‘প্রিন্স’-এ জুটি বাঁধবেন পাকিস্তানের লাস্যময়ী অভিনেত্রী হানিয়া আমির। সিনেমার ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘প্রিন্স’ সিনেমার ঘোষণা দেয়া হয়। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, শাকিবের নায়িকা কে হবেন। পূর্ব পরিকল্পনায় ইধিকা পালের নাম থাকলেও বর্তমানে সব দৃষ্টি হানিয়ার দিকে। ঢাকার সূত্রে জানা গেছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। তখনই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে। সব ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
প্রযোজক-পরিচালক শাকিব খানের কাছ থেকে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়েছেন হানিয়া আমির।
তবে ছবিতে শুধু হানিয়া নন, মোট তিনজন নায়িকা থাকবেন। নির্মাতারা জানিয়েছেন, এর মধ্যে দুটি চরিত্র প্রমিনেন্ট, আরেকজন নতুন মুখ ফ্রেশ লুকে স্ক্রিন শেয়ার করবেন। অর্থাৎ দর্শকরা পাবেন দুটি পরিচিত মুখ এবং একটি নতুন চমক।
‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করবেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড)। এছাড়াও চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিতে যুক্ত হয়েছে। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমার মুক্তি হবে রোজার ঈদে।