শৈশবে ফুল বিক্রি করে ইডলি খেতেন ধানুশ
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০২:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ তার আসন্ন ছবির নাম রেখেছেন ইডলি কড়াই। তিনি জানিয়েছেন, ছোটবেলায় পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে ইডলি খেতে হলে প্রতিদিন ফুল বিক্রি করতে হতো।
এক অনুষ্ঠানে ধানুশ বলেন, আমি ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতাম, কিন্তু পরিবারের পক্ষে তা সম্ভব ছিল না। তাই আমরা পাড়া থেকে ফুল সংগ্রহ করে বিক্রি করতাম। আমার বোন, ভাই-বোনেরা এবং আমি ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং দুই ঘন্টা সময় ব্যয় করতাম।
তিনি আরও বলেন, পরিশ্রম করে আয় করা অর্থ দিয়ে ইডলি খাওয়ার আনন্দের তুলনা আর কোথাও নেই। শৈশবের সেই স্বাদ এবং সুখ আজ কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। সেই স্মৃতির কারণে আমি ছবির নাম রেখেছি ইডলি কড়াই, যার অর্থ ইডলির দোকান।
তবে ধানুশের এই শৈশবের অভিজ্ঞতা নিয়ে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি কি সত্যিই ছোটবেলায় গরীব ছিলেন? কন্তুরী রাজ্য পরিচালক হিসেবে তার পরিবার কখনো টাকা দেননি, এটা কি সম্ভব? অন্য একজন লিখেছেন, ধানুশ একজন পরিচালকের ছেলে, তার কাছে সবসময় টাকা ছিল, এটি কি সত্যি?
ছবির নামকরণের পেছনে শৈশবের সেই স্মৃতি থাকলেও, নেটিজেনদের মধ্যে এটি নিয়ে নানা প্রশ্ন তুলেছে।