‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:১৮ এম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের ভাইরাল খুদে তারকা আহমাদ শাহের ছোট ভাই উমর শাহ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই হৃদয়বিদারক খবরটি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে জানানো হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’
ভাইরাল হওয়া ‘পিছে তো দেখো’ ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ, যার সুবাদে তার ছোট ভাই উমরও আলোচনায় আসেন। আহমাদ শাহের সঙ্গে উমরকে নিয়মিতভাবে রমজানের বিশেষ অনুষ্ঠান ও বিভিন্ন গেম শোতে টেলিভিশনের পর্দায় দেখা যেত, যেখানে তিনি দর্শকদের মন জয় করে নেন।
পরিবার জানিয়েছে, উমরের মৃত্যু তাদের জীবনে দ্বিতীয় বড় ধরনের ক্ষতি। এর আগেও তারা তাদের মেয়ে আয়েশাকে হারিয়েছেন। উমরের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, উমর মৃত্যুর আগপর্যন্ত পুরোপুরি সুস্থ ছিলেন। তবে হঠাৎ করে রাতের সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন। সেই সময় কিছু একটা তার শ্বাসনালিতে আটকে যায় বলে পরিবার দাবি করেছে, যার ফলে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে সিভিল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসার আগেই, ফজরের নামাজের সময় তার মৃত্যু ঘটে।
জানা গেছে, উমর গত বছর জুলাই মাসে চোখের একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন।
উমরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর, ভক্ত ও শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক মাধ্যমে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন।