আইটেম গানে মাহি, হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে একটি আইটেম গানে, তবে সেটা কোনো চলচ্চিত্রে নয়; দীপ্ত টিভির আসন্ন মেগা সিরিয়াল ‘খুশবু’র জন্য বিশেষভাবে নির্মিত এই আইটেম গানটি থাকছে সিরিয়ালের প্রথম পর্বেই।
শুধু গানের অংশেই নয়, ‘খুশবু’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করছেন মাহি। তিনি রূপ দিয়েছেন ঢাকাই সিনেমার একজন ব্যস্ত নায়িকা ‘তিতলি মির্জা’র ভূমিকায়। নাটকটির গল্পে উঠে এসেছে রূপালি পর্দার আড়ালের অজানিত দুনিয়া; যেখানে সিনেমার জগতের নানা বাস্তবতা ও অজানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নির্মিত এই মেগা সিরিয়ালে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা এবং মাইমুনা ফেরদৌস মম।
‘খুশবু’ সিরিয়ালটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আসফিদুল হক। সংলাপ লিখেছেন মারুফ হাসান।
সোমবার, ১৫ সেপ্টেম্বর থেকে ‘খুশবু’ প্রতিদিন দেখা যাবে দীপ্ত টিভির পর্দায় সন্ধ্যা ৭:৩০টা এবং রাত ১০:৩০টায়। পাশাপাশি দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও সিরিয়ালটি স্ট্রিমিং হবে।