মালয়েশিয়ায় এক ফ্রেমে মিশু-ফারিয়া
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেই পর্দার মজা যেন আবার ফিরে এসেছে। শুভ ও অন্তরার খুনসুটি, হাসি আর রসায়ন বাস্তব জীবনেও ফুটে উঠেছে। জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও অভিনেত্রী ফারিয়া শাহরিনকে একসঙ্গে দেখলে মনে হয়, তাদের রসায়ন এখনও অটুট।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মিশু সাব্বির তার ফেসবুক হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় ফারিয়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন মিশু। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তারা।
ছবিগুলোর ক্যাপশনে মিশু লিখেছেন, “অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।” মুহূর্তেই এই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা ভক্তদের জন্য এক মিষ্টি নস্টালজিয়ার অনুভূতি তৈরি করেছে।