রাষ্ট্রীয় সম্মাননা পেলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন


রাষ্ট্রীয় সম্মাননা পেলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমীনের জীবন ও শিল্পীজীবনকে কেন্দ্র করে নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো না’ পরিবেশন করেন।

উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যার গান শুনে আমরা সময়ের সঙ্গে আগামীর পথে হেঁটেছি, যার সুর প্রাণে শিহরণ এনেছে, সেই বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমীন। তাকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলা গান মানেই আবেগ, স্মৃতি এবং হৃদয়স্পর্শী সুর। সেই ভুবনে যে কণ্ঠ সহজেই শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়, তা নিঃসন্দেহে সাবিনা ইয়াসমীনের কণ্ঠ। অর্ধশতকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, বেতার-টেলিভিশন এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে তার সুর ভেসে এসেছে।

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা সাবিনা ইয়াসমীনের শিল্পীজীবন নিয়ে স্মৃতিচারণ করেন। পরে অনুষ্ঠিত একক সংগীতানুষ্ঠানে তিনি শ্রোতাদের মন মাতিয়ে নেন। শিল্পী একে একে পরিবেশন করেন ‘শুধু গান গেয়ে পরিচয়, জন্ম আমার ধন্য হলো’ প্রভৃতি গান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।

সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। মায়ের কাছে সংগীতের হাতেখড়ি নেন তিনি। এ পর্যন্ত ১৬ হাজারের বেশি গান রেকর্ড করেছেন, যার অধিকাংশই চলচ্চিত্রের গান। ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ তাকে ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশে সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। তিনি একমাত্র শিল্পী যিনি শ্রেষ্ঠ সংগীত শিল্পী হিসেবে ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছেন।

সম্মাননা প্রদান শেষে সাবিনা ইয়াসমীন শুরু করেন দেশের গান পরিবেশন, যার মধ্যে ছিল ‘ও দেশ তোমার জন্য’, ‘আমি রজনীগন্ধা ফুলের মত, তুমি ফুলকে বলো চলে যেতে’ এবং ‘কত সাধনায় এমন ভাগ্য পেলে’ প্রভৃতি জনপ্রিয় গান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×