গোপনে বাগদান সারলেন রাশমিকা-বিজয়!


গোপনে বাগদান সারলেন রাশমিকা-বিজয়!

দক্ষিণী সিনেমার প্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার খবরের শিরোনামে এসেছে তাদের নাম, যদিও দু’জনই ব্যক্তিগত বিষয়ে সাধারণত চুপ থাকেন। তবে একসঙ্গে ছুটি কাটানো ও জনসমক্ষে ঘন ঘন দেখা যাওয়া জল্পনাকে বারবার উসকে দিয়েছে।

সম্প্রতি রাশমিকার আঙুলে দেখা নতুন আংটির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের ধারণা, দীর্ঘদিনের গুঞ্জন এবার সত্যি—জুটি গোপনে বাগদান সম্পন্ন করেছেন।

ভক্তরা মনে করছেন, রাশমিকা তার অনুভূতি লুকাতে পারেন না। বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার হাসি সবকিছু প্রকাশ করে দেয়। অন্যদিকে বিজয়ও জানান, তিনি একটি সম্পর্কে রয়েছেন, তবে কার সঙ্গে তা প্রকাশ করেননি। এর পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে সমালোচকরা এবং অনুরাগীরা নানা অনুমান করতে শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, রাশমিকা সাদা শার্ট ও নীল ডেনিমে, চোখে রোদচশমা পরে। অনুরাগীদের নজর কেড়েছে তার আঙুলের অনামিকায় হীরার আংটি।

চলতি বছরের জুনে প্রথমে শোনা গিয়েছিল, বিজয়–রাশমিকা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। রাশমিকা তার সোশ্যাল মিডিয়ায় কাঁচা হলুদ ও গোলাপি শাড়িতে ছবি পোস্ট করেছিলেন, যা জল্পনা আরও বাড়িয়েছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রঙ, এই জায়গা এবং যিনি আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার প্রিয়। ছবি তোলার জন্য যিনি চিত্রগ্রাহক ছিলেন, তিনিও প্রিয়।”

নেটিজেনরা লক্ষ্য করেছেন, ছবির লোকেশন প্রায়ই বিজয়ের বাড়ির অভ্যন্তর। তাই তারা নিশ্চিত, এটি বিজয়ের বাড়ি, যা আরও বেশি জল্পনা উসকে দিয়েছে—জুটি কি শিগগিরই বিয়ের পথে?

এদিকে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিজয় ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখেছেন, “অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”

অনুরাগীদের বিশেষ উচ্ছ্বাসের মুহূর্ত ছিল, যখন দু’জনকে হাতে হাত ধরা অবস্থায় দেখা গেছে। ফলে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

শোনা যাচ্ছে, শিগগিরই ‘ভিডি-১৪’ সিনেমায় আবার একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×