শবনম ফারিয়া
যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১০:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারাই চুরি করবে। আমি চাই এমন কেউ ক্ষমতায় আসুক, যারা অন্তত রয়ে-সয়ে চুরি করবে। চুরি হবে ঠিকই, এটা আমাদের দেশে স্বাভাবিক। আমাদের রক্তে এই প্রবণতা রয়েছে।
এই মন্তব্য তিনি সম্প্রতি একটি অনুষ্ঠান কথায় কথায় বহুদূর শিরোনামের অনুষ্ঠানে করেছেন।
শবনম ফারিয়া আরও বলেন, বর্তমানে আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি। কিন্তু সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না। মত প্রকাশের স্বাধীনতা থাকলে ক্ষমতা হারানো সরকারের কথাও বলতে দিতে হবে। কিন্তু অনেক সময় তারা কথা বলে না, যা ন্যায্য নয়।
মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কিছু কর্মকাণ্ড আমি প্রশংসা করি, তবে অনেক বিষয় আছে যা আমি সমর্থন করি না। বর্তমান সময়ে যে মব কালচার তৈরি হয়েছে, তা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। উদাহরণস্বরূপ, ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধা দিতে পারেনি। হয়তো দিয়েছেন, কিন্তু সেটা আমার চোখে পড়েনি।
শবনম ফারিয়ার বক্তব্যে উঠে এসেছে দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার ওপর তার ব্যক্তিগত ধারণা, বিশেষ করে ক্ষমতা, নীতি ও নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ।