‘ঝামেলা পাকাচ্ছে, আবার নোবেল চাইছে’: ট্রাম্পকে কটাক্ষ সালমানের


‘ঝামেলা পাকাচ্ছে, আবার নোবেল চাইছে’: ট্রাম্পকে কটাক্ষ সালমানের

‘বিগ বস ১৯’-এর মঞ্চে হঠাৎ বিশ্বরাজনীতি নিয়ে মন্তব্য করে চমকে দিলেন সঞ্চালক সালমান খান। শনিবারের পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করার সময় তিনি বলেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!”

সালমানের এই মন্তব্যে কারও নাম উল্লেখ না থাকলেও দর্শক ও অনলাইন ব্যবহারকারীরা দ্রুত বুঝে ফেলেন, তিনি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করছেন তা স্পষ্ট। কারণ, গত কয়েক মাসে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক সংকট সমাধানের দাবি করেছেন- কখনও ভারত-পাকিস্তান, কখনও ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো বারবার তার দাবিকে অস্বীকার করেছে। তবু তার সমর্থকরা শান্তিতে নোবেল পুরস্কারের দাবিতে সোচ্চার।

এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই অংশ। টুইটার থেকে রেডিট - সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপটি। এক ব্যবহারকারী মজা করে লেখেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” আরেকজন বলেন, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” কেউ কেউ মজা করে বলেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”

‘বিগ বস ১৯’-এর শুরু থেকেই রেকর্ডসংখ্যক দর্শক টেনেছে এই রিয়েলিটি শো। সপ্তাহান্তে সালমানের উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিযোগীদের ব্যক্তিগত দ্বন্দ্ব, শোয়ের নাটকীয়তা এবং সালমানের খোলামেলা মন্তব্য মিলিয়ে দর্শক টেলিভিশন থেকে চোখ সরাতে পারছেন না।

শুধু ট্রাম্প ইঙ্গিতই নয়, সম্প্রতি শোতে সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিককেও কটাক্ষ করেন সালমান। এক প্রোমোতে তাকে বলতে শোনা যায়, “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।”

দিনে ঘুমিয়ে পড়া এবং শুটিং নিয়ম লঙ্ঘনের জন্য আমাল এখন দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রে রয়েছেন।

রিয়েলিটি শোর পাশাপাশি সিনেমার কাজেও ব্যস্ত সালমান খান। ‘বিগ বস’-এর শুটিংয়ের ফাঁকে তিনি অভিনয় করছেন নতুন ছবি “ব্যাটল অফ গালওয়ান”-এ। পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবি নির্মিত হচ্ছে লাদাখে, যেখানে তুলে ধরা হচ্ছে ভারত-চীন সংঘর্ষের বাস্তব গল্প।

সব মিলিয়ে, একদিকে রাজনীতি নিয়ে মন্তব্য, অন্যদিকে যুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয়, দুই মঞ্চেই সমানভাবে আলোচনায় সালমান খান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×