‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’ কার কথা বললেন পরীমনি


‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’ কার কথা বললেন পরীমনি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও সেটির প্রতিফলন দেখা গেছে।

তবে চলতি বছরের মার্চে, ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পরীমনি পরোক্ষভাবে অপুকে ইঙ্গিত করে মন্তব্য করেন, যা তাদের ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

পাঁচ মাস পর শুক্রবার, আবারও ফেসবুকে নাম উল্লেখ না করে অপুকে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ বলে আক্রমণ করেন পরীমনি।

পরীমনি লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন । বাপরে বাপ কি জিনিস এটা।”

যদিও পরীমনি পোস্টে কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের অনেকেই বুঝেছেন, এটি অপু বিশ্বাসকে উদ্দেশ করেই দেওয়া। অনেকেই তার পোস্টে মন্তব্য করে সহমতও জানিয়েছেন।

উল্লেখ্য, অপু বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এমনকি সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তার নাম উঠে এসেছিল।

তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় অপুকে। বৃহস্পতিবার, কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সেই পরিপ্রেক্ষিতেই পরীমনির সাম্প্রতিক পোস্টটিকে অনেকে একটি তীর্যক মন্তব্য হিসেবে দেখছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×