পঞ্চগড়ে রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, যে পরামর্শ দিলেন সারজিস আলম
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৭ এম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট শবনম ফারিয়া এবার আলোচনায় এসেছেন ভ্রমণ পরিকল্পনা ঘিরে। রাজনীতি, আন্দোলন ও সামাজিক ইস্যুতে সরব এই শিল্পী সম্প্রতি ফেসবুকে জানতে চেয়েছেন পঞ্চগড় বা কাঞ্চনজঙ্ঘা ঘিরে পরিবারের সঙ্গে থাকার মতো ভালো রিসোর্ট কিংবা হোম স্টের ঠিকানা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড প্রোফাইলে ফারিয়া লেখেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার আশেপাশে পরিবার নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?”
তার পোস্ট ঘিরে অসংখ্য মন্তব্য ভেসে আসে। ভ্রমণপ্রেমীরা নানা প্রস্তাব দেন, পাশাপাশি শুভেচ্ছাও জানান অনেকে। মন্তব্যকারীদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমও।
তিনি ফারিয়াকে পরামর্শ দিয়ে লিখেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলকভাবে ভালো। তাছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে।” একই সঙ্গে পঞ্চগড়ে ফারিয়াকে স্বাগত জানাতেও ভোলেননি তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক ছাত্র-জনতার গণআন্দোলনে সারজিস আলম ছিলেন অন্যতম সক্রিয় নেতৃত্বে। অন্যদিকে শবনম ফারিয়াও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে আন্দোলনে সরব ভূমিকা পালন করেন।