ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবার দেশের বাইরে যাচ্ছেন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে। সম্প্রতি তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করা হয়েছে, যেখানে তার পড়ালেখা চলবে। অপু বলেন, জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন সেখানেই থাকব।
অভিনেত্রী আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তটি তিনি ও জয়ের বাবা শাকিব খান মিলে নিয়েছেন। তবে দেশের বাইরে এই খবর কীভাবে জনসম্মুখে এলো, তা নিয়ে তিনি কিছুটা অপ্রস্তুত। অপু বলেন, আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।
এদিকে, শাকিব খানও এই সফরে সঙ্গে থাকবেন। সূত্রের খবর, ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটে যাওয়া নানা নেতিবাচক ঘটনার পর জয়কে ওই স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই সিঙ্গাপুরে তার শিক্ষা চালু করা হচ্ছে।
অপু বিশ্বাস স্পষ্ট করেননি, সিঙ্গাপুরে তারা স্থায়ীভাবে বসবাস করবেন কি না। ধারণা করা হচ্ছে, এপ্রিল মাসে অপু জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং তখন থেকেই স্কুল ভর্তি ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকালের আলোচনার মধ্যে বুবলীর বিদেশ সফর এবং শাকিব খানের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে বেশ সরগরম ছিল। এবার সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অপু-জয়ের এই বিদেশ সফর নতুন করে নজর কাড়ছে।