ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না!': সায়ান


ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না!': সায়ান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার অর্ধশতক পেরোল এই বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল ঘটনা স্মরণে দেশজুড়ে অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন শ্রদ্ধা ও শোক। তবে তাদের মধ্যে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান একটু ভিন্নভাবে স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে। তিনি কোনো পোস্ট দেননি ১৫ আগস্টে, বরং লিখেছেন ১৬ আগস্ট।

কেন তিনি এমন করলেন? উত্তর মিলছে সায়ানের নিজের ফেসবুক ওয়ালে দেওয়া দীর্ঘ লেখাতেই।

এর প্রেক্ষাপট হলো—১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছিলেন, ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তার এমন বক্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক। সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেই ১৬ আগস্ট বঙ্গবন্ধুকে স্মরণে পোস্ট দেন সায়ান।

তিনি লেখেন, প্রেস সচিব বলেছেন, ১৫ই অগাস্ট কোন কর্মসূচী পালন করলে ব্যবস্থা নেয়া হবে। এর মানে বোধহয় এই যে, অন্য সকল দিন স্মরণে বাধা নাই। আজ ১৬ অগাস্ট। তাহলে প্রেস সচিবকে পরম শ্রদ্ধা জানিয়ে আজ ১৬ অগাস্টে কিছু কথা বলা যাক।

সায়ান বলেন, আজ মহান ১৬ই অগাস্ট। আজ থেকে ৫০ বছর আগে, ঠিক এই দিনটিতে, (অনেক বা অন্তত কিছু) মানুষ হতভম্ব হয়ে ছিল। কারণ তার ঠিক আগের দিনই, শেখ মুজিব নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন। শেখ মুজিব ৭০-এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা নির্বাচনের সেই ফলাফল অস্বীকার করে। তখন থেকেই মানুষের ক্ষোভ তীব্র হয়ে ওঠে এবং স্বাধীনতার সংগ্রামের পথ আরও স্পষ্ট হয়।

তিনি আরও লেখেন, পরবর্তীতে পাকিস্তানীরা অতর্কিতে আক্রমণ করলে, সেই জনপ্রতিরোধ যুদ্ধের শুরুতেই জিয়াউর রহমান শেখ মুজিবের নামেই স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করেন। তাজউদ্দীন সাহসী নেতৃত্বে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন, আর মুজিবের নামেই গঠন করেন মুজিবনগর সরকার। মুজিবকে বাদ দেওয়ার কথা তখন কেউ কল্পনাও করতে পারেনি। তিনি মানুষের কাছে এতটাই প্রিয় ও অনস্বীকার্য ছিলেন যে, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে তার প্রেরণায় লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন।”

পোস্টে সায়ান জোর দিয়ে লেখেন, এগুলো ইতিহাস। মানুষ তার নেতাকে সম্মান জানাবে, ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করবে। একে দমন করা যাবে না। ভালোবাসারে, স্মরণরে কেউ ‘দাবায়া রাখতে পারবা না!

তিনি সমালোচনা করে আরও বলেন, ১৫ আগস্ট কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ায় স্মরণকে শুধু ওই দিনে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। বরং ১৬, ১৭ কিংবা বছরজুড়ে মানুষ নিজের মতো করে মুজিবকে স্মরণ করবে। জনগণ সবসময়ই প্রেস সচিবদের চেয়ে শক্তিশালী—এটা তারা ভুলে যান। হাস্যকর হলো, তারা ভাবেন ভালোবাসাকে নিয়ন্ত্রণ করা যায়। অথচ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলা কারও পক্ষেই সম্ভব নয়।

সবশেষে সায়ান লেখেন, যাই হোক, আজ ১৬ই অগাস্ট। মুজিবকে স্মরণ করে কোন কর্মসূচী নিলে প্রেস সচিব বলেছেন, কোন সমস্যা নাই। আজ থেকে ঠিক ৫০ বছর একদিন আগে মুজিব নিহত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×