‘বার্বি ডল’ তাহসানপত্নী রোজা


‘বার্বি ডল’ তাহসানপত্নী রোজা

নতুন বছরের শুরুতেই সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে ঘিরে শোবিজ অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। পারিবারিক আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়ে মুহূর্তেই দর্শকদের মন জয় করে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের সঙ্গে রোজার নানা মুহূর্তের ছবি ভাইরাল হয়ে আসছিল। এবার নিজের একক ছবি শেয়ার করে রোজা আবারও নজর কাড়লেন।

রোববার (১০ আগস্ট) ফেসবুকে নিজের কিছু ছবি প্রকাশ করেন রোজা, যেখানে তিনি ন্যাচারাল লুকে গোলাপি রঙের একটি গাউন পরে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।’ সাগরপাড়ের পটভূমিতে গ্ল্যামারাস এই লুকে রোজার সৌন্দর্য্যে মুগ্ধ হয়েছেন অসংখ্য নেটিজেন।

গোলাপি গাউনে রোজাকে অনেকেই বার্বি ডলের সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, “যেন সাক্ষাৎ বার্বি ডল।” কেউ আবার মজা করে তাহসানেরও খোঁজ নিচ্ছেন।

রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন। এরপর নিউইয়র্কের কুইন্সে নিজের ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেছেন, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। উদ্যোক্তা হিসেবে সফলতার পাশাপাশি রোজা তার ফ্যাশন ও গ্ল্যামারে ভক্তদের মন জিতে নিচ্ছেন। তাহসানের সঙ্গে সুখী দাম্পত্য জীবনও কাটাচ্ছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×