যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা'


যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা'

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত 'ডিয়ার মা' ছবিটি গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

এই সাফল্যের ধারাবাহিকতায় এবার 'ডিয়ার মা' মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার বড় পরিসরে। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি শহরে একযোগে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া আহসান জানান, এর আগে টালিগঞ্জের কোনো বাংলা চলচ্চিত্র এত বৃহৎ পরিসরে উত্তর আমেরিকায় মুক্তি পায়নি।

ছবিটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেতারা। 'ডিয়ার মা' ইতিমধ্যে দর্শক ও সমালোচকদের মধ্যে সাড়া ফেলেছে। এবার আন্তর্জাতিক মঞ্চেও ছবিটি দৃষ্টি আকর্ষণ করবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×