ভারতীয় ছবিতে অভিনয় না করায় বিতর্কে খায়রুল বাসার


ভারতীয় ছবিতে অভিনয় না করায় বিতর্কে খায়রুল বাসার

ভারতীয় নির্মাতা এমএন রাজের নতুন একটি চলচ্চিত্র ঘিরে সৃষ্টি হয়েছে জোর বিতর্ক, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। 'থ্রি ইডিয়টস'-এর অভিনেতা শারমন যোশিকে নিয়ে তৈরি এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর, নির্মাতার পক্ষ থেকে বাসারের বিরুদ্ধে পেশাদারিত্বের অভাব এবং পারিশ্রমিক নিয়েও অভিযোগ তোলা হয়।

গত শুক্রবার জানা যায়, এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বাসার। এরপরই নির্মাতার অভিযোগ আসে—তিনি অগ্রিম টাকা নিয়ে কাজ না করায় বিষয়টিকে 'অপেশাদার আচরণ' হিসেবে দেখা হচ্ছে।

এই প্রসঙ্গে নিজেই মুখ খুলেছেন খায়রুল বাসার। তিনি দাবি করেন, পুরো ঘটনাটিই অনাকাঙ্ক্ষিত এবং তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে চান। তার ভাষ্য, “এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা এগোচ্ছিলো। চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। কিছু কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না।”

বাসার আরও জানান, “গতকাল কিছু শিরোনাম দেখে অবাক হচ্ছি যে, আমি এক-চতুর্থাংশ রেমুনারেশন নিয়ে কাজটা করছি। অথচ আমাদের মিটিং হয়েছে ২২ ও ২৫ জুলাই। মিটিংয়ের তিন দিনের মধ্যেই আমি জানিয়ে দিয়েছি যে, শিডিউল জটিলতার কারণে কাজটি করতে পারছি না এবং সেসঙ্গে কনফার্মেশন মানি ফেরত দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছি। এজন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছি, যা তারা এখনো পাঠাননি।”

তার দাবি, এখনো পর্যন্ত তিনি পারিশ্রমিকের অর্ধেকও গ্রহণ করেননি, এমনকি কোনো লিখিত চুক্তিতে সইও করেননি। নির্মাতার সঙ্গে আলোচনাগুলো আন্তরিক পরিবেশেই হয়েছে এবং সময় সংকটের কথা ভদ্রভাবে জানিয়ে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, পরিচালক এমএন রাজ জানান, “বাসারকে অগ্রিম পারিশ্রমিক দিয়ে আমরা তাকে সিনেমার জন্য চূড়ান্ত করি। ই-মেইলের মাধ্যমে তিনি সম্মতিও জানান। দুদিন আগে তার ব্যাংক অ্যাকাউন্টে একটি অগ্রিম অর্থও পাঠানো হয়। আজ হঠাৎ করেই তিনি জানিয়ে দেন যে, ছবিটি করতে পারছেন না এবং এরপর আর যোগাযোগ করা যাচ্ছে না। একে আমরা অপেশাদার আচরণ হিসেবেই দেখছি।”

এদিকে বাসার বর্তমানে ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘জীবন আমার বোন’ চলচ্চিত্রের শুটিংয়ে, যা কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন এনায়েত করিম বাবুল, যেখানে বাসারের বিপরীতে অভিনয় করছেন শার্লিন ফারজানা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×