ঢাবির টিএসসির পায়রা চত্বরে নবান্নের সাংস্কৃতিক উৎসব উদযাপিত


ঢাবির টিএসসির পায়রা চত্বরে নবান্নের সাংস্কৃতিক উৎসব উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে নৃত্য, আবৃত্তি, সংঙ্গীত, নাটক, যাদু প্রদর্শনী, পালাগান ও পুথিঁপাঠসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব।

শনিবার (১৬ নভেম্বর) বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যর আয়োজনে সাংস্কৃতিক উৎসব, র‌্যালি ও মেলার আয়োজন করা হয়। উৎসবে লালনগীতি পরিবেশন করেন একক ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এ উপলক্ষে নবান্ন মেলা স্টলে, পিঠাপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায় বাঁশির ধ্বনি ও দর্শকদের অংশগ্রহণে মুখর হয়ে উঠে পুরো চত্বর।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কবি আবদুল হাই শিকদার।

তিনি বলেন, ‘গেল ৫ আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, তা অর্থবহ করতে হবে সংস্কৃতি দিয়ে। হাফ ডান স্বাধীনতা থেকে আমরা পূণাঙ্গ স্বাধীনতা পেয়েছি। সংস্কৃতিকে মোকাবেলা করতে হবে সংস্কৃতি দিয়ে, নাটককে মোকাবেলা করতে হবে নাটক দিয়ে। আমরা যদি জাতীয় সংহতিকে সমৃদ্ধ রাখতে পারি, তাহলে আমাদের অবস্থা সিকিমের মত হবে না।’

বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যর আহ্বাক, মিন্ময় মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যর নিবাহী সদস্য এসএম বিপাশ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী ও গবেষক নাসিম আহমেদ ও ঢাবির ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শহীদুল জাহীদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×