
সরকার এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আমদানি করা এলপিজিতে ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১০ শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছে। দেশের নিজস্ব উৎপাদিত এলপিজিতে ভ্যাট নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ।
একই দিনে দেশে এলপিজি সিলিন্ডারের বিক্রিও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার সংগঠনটির একটি নোটিশে বলা হয়েছে, “আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সব কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।”
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সমিতি তাদের দাবি তুলে ধরে। তারা জানিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে এলপিজি সিলিন্ডারের বিক্রি বন্ধ করা হবে। সংবাদ সম্মেলনের পরই সমিতি ঘোষণা দেয় যে, দেশের সব এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে।