
বিশ্বব্যাংক জানিয়েছে, তারা কখনও কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। কিছু প্রতারক নির্দিষ্ট ফি-এর বিনিময়ে বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ফাঁদে ফেলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারকরা ফেসবুক পেজ, ভুয়া আইডি ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ হাতানোর চেষ্টা করছে। এ ধরনের ঘটনার মুখোমুখি হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংক স্পষ্ট জানিয়েছে, এই ধরনের প্রতারণা তাদের কোনো প্রকল্প বা কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়।