.png)
সারা দেশে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ জোরদার করতে বড় উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলায় নতুন ডিলার বা পরিবেশক নিয়োগ দেওয়া হবে, এই উদ্দেশে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
টিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি কর্তৃক ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ মানুষের কাছে ভর্তুকি দামে বিক্রির লক্ষ্যে এসব পরিবেশক নিয়োগ দেওয়া হবে।
এ দফায় পরিবেশক নিয়োগ দেওয়া হবে সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনা জেলায়।
উল্লিখিত ৩৬ জেলার যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা বা ইউনিয়নে বর্তমানে কোনো পরিবেশক নেই, সেসব এলাকাতেই নতুন পরিবেশক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সারাদেশে টিসিবির অনুমোদিত পরিবেশকের সংখ্যা আট হাজার ২৭৫ জন।
টিসিবি জানায়, পরিবেশক হতে আগ্রহীদের জন্য শুধু অনলাইন আবেদনই গ্রহণযোগ্য হবে। টিসিবি কার্যালয়ে সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি হিসেবে পাঁচ হাজার টাকা (অফেরতযোগ্য) এক-পের (অ্যাপ ও ওয়েবভিত্তিক অর্থ পরিশোধ সেবা) মাধ্যমে পরিশোধ করতে হবে।
পরিবেশক নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও শর্তাবলি টিসিবির ওয়েবসাইট থেকে জানা যাবে।