
নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকিয়েছে। তারা হত্যাচেষ্টা মামলার মূল আসামি গ্রেপ্তারসহ সাত দফা দাবি তুলে ধরেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিকেএমইএ ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা। তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য দাবিও রাখে।
বিকেএমইএ-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠান শেষে তিনি যখন সেখান থেকে রওনা দিচ্ছিলেন, তখন বিক্ষোভকারীরা তার গাড়ি আটকে দিয়ে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ রাখে।
বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল—লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধসহ মোট সাতটি দাবি।
শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিলে ছাত্র সংগঠনগুলো অবরোধ তুলে নেয়। এ সময় তিনি বলেন,
“ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। পাশাপাশি আপনারা যে অন্যান্য দাবি জানিয়েছেন, সেগুলোও যৌক্তিক। আমরা তা বাস্তবায়নে কাজ করব।”