আগামী সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ভবিষ্যতে কোনো সরকারের মন্ত্রী পদে আগ্রহী নন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. সালেহউদ্দিন বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুম আমার জন্য রেখেছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিল, সেটিও এখনও পুলে ফেরত নেয়নি। গাড়ির ড্রাইভারও ফোন করে বলে, ‘স্যার, আপনি বললেই গাড়ি নিয়ে আসবো’। এটি আমার জন্য অনেক বড় সুবিধা। আমি চাই ছাত্র-ছাত্রীদের পড়াতে থাকব।”
তিনি আরও যোগ করেন, “আমি যেখানেই কাজ করেছি, সততার সঙ্গে করেছি। সব সরকারের সময়ই ভালো দায়িত্ব পালন করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো—সবক্ষেত্রেই। সর্বশেষ গভর্নর হিসেবে তিনটি সরকার পেয়েছি।”