পাঁচ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অফিসের অনুমোদন


পাঁচ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অফিসের অনুমোদন

বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় নতুন সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামি ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত অফিস আদেশে জানানো হয়, “সেনা কল্যাণ ভবনের ১৭ তলার স্যুট নম্বর ১৭০৭-এ মোট ২,৩০৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হলো।”

সূত্রের তথ্য অনুযায়ী, এই নতুন ব্যাংকটি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হবে। বাংলাদেশের গভর্নর বরাদ্দ অনুমোদন দেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকের রেজল্যুশন ডিপার্টমেন্টের প্রস্তাবের ভিত্তিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×