শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজার ৪ দিন বন্ধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ব্যাংক ও পুঁজিবাজার আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা চার দিন বন্ধ থাকবে।
সংক্রান্ত তথ্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ১ অক্টোবর নির্বাহী আদেশ অনুযায়ী ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর বিজয়া দশমীর দিন আরেকদিন বন্ধ থাকবে। তারপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম চারদিন ধরে স্থগিত থাকবে।
ছুটির পর ৫ অক্টোবর রবিবার থেকে ব্যাংক এবং পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর কার্যক্রমও স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।