কৃষি ব্যাংকে অবৈধ সংগঠনের সভা, কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ


কৃষি ব্যাংকে অবৈধ সংগঠনের সভা, কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি অবৈধ সংগঠনের সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের নিয়ম অনুযায়ী দাপ্তরিক কাজ ব্যতীত কোনো সভা, সমাবেশ বা মিছিলের অনুমতি নেই। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে আইনগত ভিত্তি নেই এমন কোনো সংগঠনকে ব্যাংকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না, রাষ্ট্রীয় বা ব্যাংকের নিজস্ব অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না এবং ব্যাংকের কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ দেওয়া যাবে না।

তবুও বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম নামের আইনগত ভিত্তিহীন ও ভুয়া সংগঠন প্রধান কার্যালয়ের একটি কক্ষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। অভিযোগ রয়েছে, সভায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক অংশগ্রহণে বাধ্য করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করেও ওই সভা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×