‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগ
টাকা ব্যবহারে বছরে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা ব্যয়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে লেনদেনের জন্য নগদ টাকার ব্যবহার দেশের জন্য ব্যাপক ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। প্রতি বছর সরকারের খরচ দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা দেশের জিডিপির ৩.২৪ শতাংশ। একটি সাধারণ নাগরিকের জন্য এ ব্যয় বছরে ৯ হাজার ৯৩৮ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারের লিড ব্যাংক হিসেবে আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
সেমিনারে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়, ক্যাশলেস লেনদেন দ্রুত, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যদি দেশজুড়ে লেনদেন ক্যাশলেস হতো, তাহলে সরকারের খরচ হতো মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ১১ শতাংশ মাত্র। নগদ লেনদেন ডিজিটাল লেনদেনের তুলনায় ২৮.৫ শতাংশ বেশি ব্যয়বহুল।
সেমিনারে আরও জানানো হয়, দেশের সম্পূর্ণ লেনদেন যদি ক্যাশলেস করা যায়, তবে রাষ্ট্র উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় করতে পারবে। তাই বাংলাদেশ ব্যাংক আগামী ১০ বছরের মধ্যে দেশের ৯৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে সেমিনার, প্রদর্শনী, প্রচার-প্রচারণা ও রোড-শো আয়োজন করা হচ্ছে, যেখানে বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হচ্ছে।
সেমিনারে ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকালেই কারা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার এই সেমিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল লেনদেন, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের নানা দিক নিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।