কুমিল্লায় এনআরবি ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ রোডশো


কুমিল্লায় এনআরবি ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ রোডশো

বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির পথে এগিয়ে নিতে এবং বাংলা কিউআর-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন প্রসারে কুমিল্লায় অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। এনআরবি ব্যাংক পিএলসি. লিড ব্যাংক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন স্থানে ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশোর আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন।

কর্মসূচিতে বক্তারা গভর্নরের উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশের মতো দেশে নগদ অর্থ পরিচালনার বার্ষিক ব্যয় ২০ হাজার কোটি টাকার বেশি। ক্যাশলেস ডিজিটাল লেনদেনের মাধ্যমে এ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। আগামী ১০ বছরে নগদ লেনদেন শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নগদবিহীন অর্থনীতি কার্যকর হলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে, অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং জাল নোটের প্রবণতাও কমে যাবে। বিশ্বের বহু দেশ ইতোমধ্যেই ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলেছে, বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, আদর্শ নগর কুমিল্লার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক পারভেজ আনজুম মনির। এছাড়া কুমিল্লা জেলার ৪৫টি ব্যাংকের প্রতিনিধি এই উদ্যোগে অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×