বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই পদত্যাগপত্র দাখিল করেছেন, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মেজবাউল হককে কল করলে তিনি ফোন ধরেননি।

বিভিন্ন সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে তাকে জোরপূর্বক অপসারণের বিষয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। রিজার্ভ চুরির ঘটনার প্রমাণের পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) মেজবাউল হককে বাধ্যতামূলকভাবে অবসর নেয়ার নির্দেশ দিয়েছে এবং পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×