পাঁচ ইসলামী ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো হচ্ছে


পাঁচ ইসলামী ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো হচ্ছে

দেশের সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হওয়ার পথে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় প্রতিটি ব্যাংকে একজন অস্থায়ী প্রশাসক নিয়োগ দিচ্ছে। প্রশাসকের কাজের সহায়তার জন্য চারজন করে কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর মূল লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ ফেরত দিয়ে ব্যাংক খাতে আস্থা পুনঃস্থাপন করা।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভা ডাকা হয়েছে, যেখানে একীভূতকরণের প্রক্রিয়া ও সার্বিক পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচিত হবে।

সরকারের সঙ্গে সমন্বয়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন জালিয়াতির কারণে এই ব্যাংকগুলোর ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত ঋণ খেলাপি হয়ে গেছে। একীভূতকরণের জন্য প্রয়োজনীয় ৩৫,২০০ কোটি টাকার মধ্যে সরকার সরবরাহ করছে ২০,২০০ কোটি টাকা।

প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের পদ বাতিল হবে এবং সব শেয়ার খালি করা হবে। তবে আমানতকারী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যু করা হবে এবং সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সমস্ত সম্পদ ও দায় এই নতুন ব্যাংকের অধীনে স্থানান্তরিত হবে।

ব্যাংকগুলোকে একটি পর্যায়ে নিয়ে আসার পর বেসরকারি খাতে শেয়ার বিক্রি করে সরকারের বিনিয়োগ ফেরত দেওয়া হবে। এছাড়া বড় আমানতকারীদেরও শেয়ার দেওয়ার সুযোগ থাকবে, আর ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন।

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক শেষবারের মতো একীভূত হওয়া ব্যাংকগুলোর বক্তব্য শুনেছিল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সরাসরি একীভূতকরণে সম্মতি জানায়, তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চাইলেও তা দেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, "আমানতকারীদের সুরক্ষার জন্য ব্যাংক একীভূত হবে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×