বাংলাদেশ ব্যাংক আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনল, দুই মাসে ক্রয় ১.৭ বিলিয়ন


বাংলাদেশ ব্যাংক আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনল, দুই মাসে ক্রয় ১.৭ বিলিয়ন

বিদেশি মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়কে প্রণোদনা দিতে গত দুই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১.৭ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই সংস্থাটি কিনেছে ৩৫৩ মিলিয়ন ডলার।

গত ১৩ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ শুরু করে। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজকের কেনাকাটা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, "আজ মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতির আওতায়, ১০টিরও বেশি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এতে ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলারে ১২১ টাকা থেকে ১২১ টাকা ৭৫ পয়সার মধ্যে।"

এর আগে ৯ সেপ্টেম্বর আরেক দফা নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ২৬৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল, যেখানে কাট-অফ রেট নির্ধারিত ছিল ১২১ টাকা ৭০ পয়সা।

একটি নামকরা বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, "গত এক বছরের শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের কারণে ব্যাংকগুলো দীর্ঘদিনের আমদানি দায়, বিশেষ করে জ্বালানি আমদানির বিল পরিশোধ করতে পেরেছে। এসব পাওনা মিটে যাওয়ায় ও আমদানি চাপ কমে আসায় এখন ডলারের জোগান চাহিদার চেয়ে বেশি হচ্ছে, যার ফলে বিনিময় হার নিচের দিকে নেমে আসছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×