ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক


ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহীদের জন্য সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই লাইসেন্সের জন্য আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অফিস সময়ের ভেতর আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে। সেই সঙ্গে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্রের সফট কপি ইমেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইমেইল এড্রেস:
[email protected]

এর আগে, ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছিল যে, ডিজিটাল ব্যাংকের নতুন লাইসেন্সের জন্য আবেদন করা যাবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে পরে এই সময়সীমা বাড়িয়ে ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ নীতিমালাও সংশোধন করা হয়েছে। সর্বশেষ নীতিমালায় বলা হয়েছে, প্রস্তাবিত ব্যাংকের স্পন্সর হিসেবে কোনো শেল কোম্পানি থাকলে তা গ্রহণযোগ্য হবে না। মূলধনের শর্তেও বড় পরিবর্তন আনা হয়েছে; ১২৫ কোটি টাকার পরিবর্তে এখন প্রস্তাবিত ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল হতে হবে ৩০০ কোটি টাকা।

এছাড়া স্পন্সর ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে, তবে প্রতিটি নাগরিকত্বের বিস্তারিত তথ্য দাখিল করা বাধ্যতামূলক। এমনকি আগে কোনো নাগরিকত্ব ত্যাগ করা হলেও, সেটিও প্রকাশ করতে হবে। ঋণখেলাপির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো মামলায় বিচারাধীন কেউ স্পন্সর হিসেবে বিবেচিত হবেন না। পাশাপাশি, দেশে বর্তমানে কার্যরত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই ডিজিটাল ব্যাংকের স্পন্সর হতে পারবে না।

ডিজিটাল ব্যাংকিংয়ের অনুমোদন প্রক্রিয়ায় এর আগেও অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। ২০২৩ সালের অক্টোবরে মোট ৫২টি আবেদন থেকে দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল; নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। এর মধ্যে নগদ ডিজিটাল ব্যাংককে সমর্থন দিয়েছিল ‘নগদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস’-এর বিনিয়োগকারীরা, আর কড়ি ডিজিটাল ব্যাংকের পৃষ্ঠপোষক ছিল এসিআই।

তবে চলতি বছরের আগস্টে পরিস্থিতি মোড় নেয় ভিন্ন দিকে। দুর্নীতি ও বিতর্কিত স্পন্সরের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।

ডিজিটাল ব্যাংকিং সেক্টরের সম্প্রসারণে আগ্রহ থাকলেও কেন্দ্রীয় ব্যাংক এখন স্পষ্টতই বেশি সতর্ক ও কঠোর মনোভাব গ্রহণ করেছে; বিশেষ করে স্পন্সর বাছাই এবং নীতিমালা বাস্তবায়নে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×