বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগের সম্ভাবনা এবং প্রযুক্তি খাতে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর শুধু নিজ দেশে নয়, বিদেশেও সেবা প্রদানে অনুকরণীয় ভূমিকা রাখছে। তাদের কাছ থেকে বাংলাদেশের শেখার অনেক সুযোগ রয়েছে।” তিনি দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য সক্ষমতা আরও প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, “বাণিজ্য সক্ষমতা বাড়াতে আমরা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই। সেবা খাতে প্রযুক্তিগত সুবিধা এবং সংশ্লিষ্ট জনশক্তির দক্ষতা উন্নয়নে সিঙ্গাপুর সহযোগিতা করবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া।