শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়নে চুক্তি


শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়নে চুক্তি

উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়, যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চুক্তি স্বাক্ষরে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। প্রতিষ্ঠানগুলোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

চুক্তি স্বাক্ষরের পর, শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডকুমেন্ট হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক ‘নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি’ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলবে এবং বিনিয়োগ কার্যক্রমের সাথে সামঞ্জস্য রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×