সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের আজিজ খান


সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের আজিজ খান

সিঙ্গাপুরের ধনীদের শীর্ষ ৫০ তালিকায় আবারও নাম উঠেছে বাংলাদেশে জন্ম নেওয়া ব্যবসায়ী মুহাম্মদ আজিজ খানের। তিনি বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এবং সামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবে এই সম্মানজনক তালিকায় জায়গা পেয়েছেন।

ফোর্বস সাময়িকী বুধবার প্রকাশিত তালিকায় আজিজ খানের অবস্থান ৪৯তম, যার নিট সম্পদ ১.১ বিলিয়ন ডলার (প্রায় ১১০ কোটি ডলার)। তালিকার শীর্ষে রয়েছেন মেটার সহপ্রতিষ্ঠাতা এদোয়ার্দো সাভেরিন, যাদের সম্পদ ৪০.৪ বিলিয়ন ডলার।

আজিজ খানের আয়ের প্রধান উৎস হিসেবে ফোর্বস উল্লেখ করেছে বিদ্যুৎ খাত। এছাড়া বাংলাদেশে তার সামিট গ্রুপের ব্যবসার মধ্যে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ফোর্বসের বিশ্বব্যাপী ধনীদের তালিকায় তার অবস্থান ২,৭৯০তম।

২০২৩ সালে সিঙ্গাপুরের তালিকায় তিনি ছিলেন ৪১তম, আর ২০২২ সালে ৪২তম স্থানে ছিলেন। বর্তমানে ৭০ বছর বয়সী আজিজ খানের তিন সন্তান আছে এবং দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

উল্লেখযোগ্য, মুহাম্মদ আজিজ খান ২০১৮ সালে প্রথমবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পান। সে বছর তিনি ৩৪তম স্থানে ছিলেন এবং তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৯১ কোটি ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×