যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান


যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, যে কোনো ধরনের অস্থিতিশীলতা বৈদেশিক বিনিয়োগের গতিকে ধীর করে দিতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনও ধরনের অস্থিতিশীলতা বিনিয়োগের গতিকে স্লো করে দিতে পারে। অ্যাটলিস্ট আমরা যদি খুব ক্লিয়ারলি বিনিয়োগকারীদের এই কথাটুকু এক্সপ্লেইন করতে না পারি, যে কেন এই ধরনের দুর্ঘটনা হলো এবং এটাকে প্রতিহত করার জন্য ভবিষ্যতে আমরা কী করবো, তাহলে সমস্যা থেকেই যাবে।

তিনি আরও জানান, গত জুন-জুলাই থেকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ট্র্যাক দেখলে দেখা যাবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে এফডিআইতে বড় একটি ডিপ হয়েছিল। এরপর অক্টোবর থেকে ধীরে ধীরে অর্থনীতি পুনরুদ্ধার শুরু করলে এফডিআইও পুনরায় ব্যাক ট্র্যাক করতে শুরু করে। বর্তমানে আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি ভালো রাখতে হলে দুর্ঘটনাগুলোকে আমাদের খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে।

শ্রমিক আইন সম্পর্কেও চ্যালেঞ্জ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের জন্য আইন কী হবে, সরকারের অবস্থা কী হবে, ব্যবসায়ের জন্য কী আইন প্রযোজ্য হবে এই ত্রিকোণ সম্পর্ককে আরও উন্নত করতে কাজ করা প্রয়োজন।

শ্রমিক আইন নিয়ে পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি। তবে আগামী সপ্তাহ থেকে এই বিষয়ে জোরেশোরে কাজ শুরু করার পরিকল্পনা আছে। প্রধান বিচারপতি এবং তাদের টিমের সঙ্গে সহযোগিতায় আমরা এমন পদক্ষেপ নেব, যার মাধ্যমে ব্যবসা-বান্ধব একটি আইনি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×