প্রিমিয়ার ব্যাংকের ১০২ কোটি টাকা লোপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা


প্রিমিয়ার ব্যাংকের ১০২ কোটি টাকা লোপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ভুয়া এলসি খোলার মাধ্যমে ১০২ কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় ওয়েস্ট পারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ ও প্রিমিয়ার ব্যাংকের কয়েকজন সাবেক কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুদক মহারিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন ওয়েস্ট পারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোকসান আরা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান মাহমুদ, পরিচালক মশিউর রহমান, পরিচালক মির্জা মো. আনিছুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শহীদ হাসান মল্লিক, সাবেক ম্যানেজার অপারেশন মুশফিকুল আলম, সাবেক ফরেন ট্রেড ইনচার্জ ও সিনিয়র এভিপি দীপক কুমার দেবনাথ, সাবেক ক্রেডিট ইনচার্জ ও সিনিয়র এভিপি মুহম্মদ মেহেদী হাসান সরকার এবং সাবেক এভিপি মো. মাহমুদ মোস্তফা জিলানী।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট পারেলস লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার তৎকালীন কর্মকর্তারা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের ফরেন ট্রেড গাইডলাইন লঙ্ঘন করে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ১৫টি ভুয়া সেলস কনট্রাক্ট তৈরি করেন। এভাবে স্থানীয় এলসি খোলা হয়, কাগুজে লেনদেন করা হয় এবং ফোর্সড লোনের সৃষ্টি করা হয়। এই কর্মকাণ্ডের ফলে ব্যাংক ৩৫ কোটি ৩৭ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া, প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই দুটি অননুমোদিত কমিটমেন্ট আইডি তৈরি করে অতিরিক্ত ঋণ সুবিধা প্রদান করা হয়, যা থেকে আরও ৬৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ১০২ কোটি ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যাংক ও রাষ্ট্রের।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×