কমলো এলপি গ্যাসের দাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম সামান্য হ্রাস করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম আগের চেয়ে ৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। গত আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হওয়া এ মূল্য সমন্বয়ের তথ্য জানায় বিইআরসি।
এছাড়া, একই ঘোষণায় অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমানো হয়েছে। ফলে নতুন দর অনুযায়ী ভোক্তারা প্রতি লিটার অটোগ্যাস কিনতে পারবেন ৫৮ টাকা ১৫ পয়সায়।
এর আগে গত আগস্টে বড় পরিসরে সমন্বয় করে বিইআরসি। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকায় আনা হয় এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।