অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম মজনুর স্মরণে শোকসভা


অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম মজনুর স্মরণে শোকসভা

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মজনুকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করলেন অগ্রণী ব্যাংকে তার সহকর্মীরা।

গত ২৭ আগস্ট ২০২৫, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি অগ্রণী ব্যাংক ভবনের ছাদে শফিকুল ইসলাম মজনুর স্মরণে এক শোক সভার আয়োজন করে।

উক্ত শোক সভায় বক্তারা জনাব মজনুর বর্ণাঢ্য কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা, অগ্রণী ব্যাংকের প্রতি তার ভালোবাসা এবং তার সাথে কাটানো স্মৃতির স্মরণ করেন।

অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ.ক.ম. শামসুদ্দিনের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটি এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খাঁন রনি, সম্পাদক মোঃ শামীম হোসেন, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অগ্রণী ব্যাংক ইউনিটের আহ্বায়ক রাশিদুল হাসান, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, অগ্রণী ব্যাংক ইউনিটের যুগ্ম আহ্বায়ক এমদাদুল আলম রনি, জিয়া মঞ্চ, অগ্রণী ব্যাংক ইউনিটের সাধারণ সম্পাদক জাকির হোসেন আকাশসহ প্রমুখ।

উক্ত স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মাইনউদ্দিন আহমেদ, সহ-সভাপতি মাঈন উদ্দিন ভুঁইয়া শিমুল, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ, মুকিত, অর্থ সম্পাদক নাছির এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মেঃ হানিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×