৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত: সিপিডির জরিপ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫২ পিএম, ২৬ আগস্ট ২০২৫

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে কর কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে।
২৬ আগস্ট ‘করপোরেট ট্যাক্স ও ভ্যাট সংস্কার: এনবিআরের জন্য ন্যায়সংগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অনুষ্ঠানে প্রকাশিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা প্রায়শই দুর্নীতির সঙ্গে জড়িত।
এছাড়া জরিপে উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচজন ব্যবসায়ীর মধ্যে চারজনই কর কর্মকর্তাদের দায়বদ্ধতার অভাব অনুভব করছেন। ৮২ শতাংশ ব্যবসায়ী দেশের কর ব্যবস্থাকে অসঙ্গতিপূর্ণ ও কার্যকারিতা কম বলে মনে করছেন।
ডিসেম্বর ২০২৪ সালে পরিচালিত এই জরিপে ১২৩টি কোম্পানির প্রতিনিধিদের মতামত সংগ্রহ করা হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তারা, ব্যবসায়ী নেতারা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। জরিপের ফলাফল ও কর সংস্কার নিয়ে উপস্থিতরা বিস্তারিত আলোচনা করেন।