একীভূত হতে চায় না সোশ্যাল ইসলামী ব্যাংক, গভর্নরকে ৯ শেয়ারহোল্ডারের চিঠি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২৫

পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের বিরোধিতা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) একটি অংশের উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মো. রেজাউল হকসহ ৯ জন শেয়ারহোল্ডার সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়ে এসআইবিএলকে একীভূতকরণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংক বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। তবে চিঠিতে এসআইবিএলের উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়া ব্যাংকটির জন্য “অনৈতিক ও আইনবহির্ভূত”।
তারা উল্লেখ করেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত এসআইবিএলের পরিচালনায় ছিলেন প্রকৃত উদ্যোক্তারা। এরপর এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নামমাত্র প্রতিষ্ঠান ও বেনামি কোম্পানির নামে জামানতবিহীন হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে অর্থ বিদেশে পাচার করে, যার ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটে।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, তখন বাংলাদেশ ব্যাংক “নীরব দর্শক” হিসেবে থেকেছে এবং কিছু ক্ষেত্রে সহায়তাও করেছে। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর পরিচালনা পর্ষদে কিছু পরিবর্তন এলেও প্রকৃত উদ্যোক্তারা পুনরায় দায়িত্ব পাননি। বর্তমানে বোর্ডে রয়েছেন মাত্র একজন উদ্যোক্তা পরিচালক এবং চারজন স্বতন্ত্র পরিচালক, যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট নয়।
চিঠিতে তারা বলেন, প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিলে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেলে এসআইবিএল দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, একীভূতকরণ প্রক্রিয়া চলতে থাকলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও হ্রাস পাবে।