বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল


বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল
বাংলাদেশ কৃষি ব্যাংকের জিয়া পরিষদের সভাপতি সোহরাব জাকির এবং সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমেদ শামীম।

অদ্য ২৫ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল করা হয়েছে। এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ (একষট্টি) সদস্য বিশিষ্ট কমিটি গত ১৮ জুন ২০২৫ তারিখে গঠিত হয় এবং ২২ জুন ২০২৫ তারিখে উক্ত কমিটি বাতিল করা হয়। পরবর্তীতে গত ২৫ জুন ২০২৫ তারিখে কমিটি আংশিক সংশোধনপূর্বক বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়।

সংগঠনটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, জিয়া পরিষদ স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটি অনুমোদন করেন। ব্যাংকটির উপমহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহাকারী মহাব্যবস্থাপক মোঃ হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি; সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণা ধর্মী সংগঠন জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠা সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় এবং পেশাজীবী প্লাটফর্মে নিজেদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×