২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার


২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

চলতি আগস্টের ২৩ দিনে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স দাঁড়িয়েছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার (২৪ আগস্ট) এ পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রতিদিনের গড় আয় ছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দৈনিক প্রবাসী আয়ে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে।

তবে এর আগের মাস জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবাহ খানিকটা কমেছে। জুলাইয়ে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছিল ৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। এর মধ্যে কেবল কৃষি ব্যাংক দিয়েই এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×