বাজারে ৮০ টাকার নিচে মিলছে না সবজি


বাজারে ৮০ টাকার নিচে মিলছে না সবজি

রাজধানীর বাজারে কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ টাকার নিচে নামছে না। এক মাসেরও বেশি সময় ধরে সবজির দামে এই ঊর্ধ্বগতি বজায় রয়েছে। বিশেষ করে করলা, বেগুন ও টমেটোর মতো কিছু সবজির দাম আরও বেশি।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামে কোনো ধরনের কমতির লক্ষণ নেই।

বর্তমানে বাজারে করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে মৌসুম শেষ হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিকে দায়ী করছেন।

সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, গত দুই মাস ধরে সবজির দাম চড়া অবস্থায় আছে। তার ভাষায়, মাছ-মাংসের পাশাপাশি এখন এমন পরিস্থিতি যে, সাধারণ মানুষ চাইলেও স্বাভাবিকভাবে সবজি কেনা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, “বেশিরভাগ সবজিরই এখন মৌসুম শেষ, তাই সরবরাহ কম, এটা বিক্রেতাদের মুখস্থ বক্তব্য। কিন্তু দুই মাস ধরে তো একই অবস্থা চলছে। এখনো কী নতুন সবজি ওঠেনি? এত বেশি দাম হলে তো সাধারণ ক্রেতারা সবজিও কিনতে পারবে না।”

সবজি বিক্রেতা শফিকুল হাওলাদার জানান, সবজির দাম বাড়ার পর থেকে তাদের মতো ছোট বিক্রেতাদের বিক্রি অনেক কমে গেছে। তিনি বলেন, “আগে একেকটা সবজি ১৫-২০ কেজি করে আনতাম, এখন আনছি মাত্র ৫ কেজি। আগে মানুষ এক কেজি করে কিনত, এখন নিচ্ছে আধা কেজি। এই কারণে আমাদের ব্যবসাও আগের মতো চলছে না, অনেকটাই কমে গেছে।”

তিনি আরও বলেন, “বাজারের সব ধরনের সবজি সরবরাহ অনেক কম। বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ার কারণে মূলত বাজারে সরবরাহ কম হচ্ছে। এর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত বৃষ্টি হচ্ছে, এতে করে সবজি নষ্টও হচ্ছে। নতুনভাবে সবজি বাজারে উঠতে শুরু করলে সবজির দাম কমে আসবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×