দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৫৬ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ২১ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৮৫৬.৭৯ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই সময়ে রিজার্ভের পরিমাণ ২৫৮৬১.২২ মিলিয়ন ডলার।
এর আগে, ১৭ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০৮০৯.৯৬ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৫৮০৬.৮১ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনায় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে পরিমাণ দাঁড়ায়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।