কেন্দ্রীয় ব্যাংকের টেকসই ব্যাংক রেটিং ২০২৪-এ সিটি ব্যাংক দেশের শীর্ষস্থানে


কেন্দ্রীয় ব্যাংকের টেকসই ব্যাংক রেটিং ২০২৪-এ সিটি ব্যাংক দেশের শীর্ষস্থানে

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে শীর্ষস্থান দখল করেছে সিটি ব্যাংক। টানা পাঁচ বছর ধরে শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় থাকলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রথম স্থান অধিকার করল ব্যাংকটি।

কেন্দ্রীয় ব্যাংক এবারই প্রথমবারের মতো এই রেটিং প্রকাশ্যে ঘোষণা করেছে, যেখানে সিটি ব্যাংককে এক নম্বরে রাখা হয়।

গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ. মনসুর সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহারসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক দুটি মূল দৃষ্টিকোণ থেকে এই টেকসই রেটিং তৈরি করে থাকে। প্রথমটি হলো ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি—যেখানে মূলধন পর্যাপ্ততা, তারল্য, সম্পদের মান, লাভজনকতা, খরচ নিয়ন্ত্রণ, গ্রাহকসেবা, সেবার বিস্তৃতি ও সুশাসনের মান বিবেচনা করা হয়। দ্বিতীয়টি হলো এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, যেখানে সবুজ অর্থায়ন, টেকসই বিনিয়োগ এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মূল্যায়ন করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “আমার কাছে ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি আমাদের দেশের জন্য এ মুহূর্তে পরিবেশগত সাসটেইনেবিলিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এই রেটিং এখন উভয় বিষয়কেই বিবেচনায় নিচ্ছে, তাই এটা কার্যত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া ‘সেরা ব্যাংক’-এরই স্বীকৃতি। তাই আমাদের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাই, আমাদের গ্রাহক ও সকল স্টেকহোল্ডার আজ সমানভাবে গর্বিত ও আনন্দিত।”

তিনি আরও জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতিমধ্যেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটিকে এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য, যা “ফিনটেক কোম্পানির মতো আচরণ করবে এবং পুরো জনগোষ্ঠীকে ব্যাংকিং লাইসেন্সের আওতায় সেবা দেবে।” তার ভাষায়, “আমরা সেই লক্ষ্য পূরণের পথেই এগিয়ে যাচ্ছি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×