পাকিস্তানের সঙ্গে বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে: বাণিজ্য উপদেষ্টা


পাকিস্তানের সঙ্গে বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে তার অফিসকক্ষে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

উপদেষ্টা বলেন, “আমরা উভয়পক্ষ খুব খোলামেলা আলোচনা করেছি। দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে একমত হয়েছি। খাদ্য ও কৃষি খাতে আমাদের সহযোগিতা থাকবে। ফল আমদানি ও রপ্তানি, বিশেষ করে আনারস রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সহায়তা চাওয়া হয়েছে এবং তারা এই বিষয়গুলোতে সম্মত হয়েছে।”

তিনি আরও জানান, “পাকিস্তান হাইড্রোজেন পারঅক্সাইড আমদানি করার ওপর যে এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করেছিল, আমরা তা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছি। আমরা পাকিস্তান বাজারে ডিউটি ফ্রি ১ কোটি কেজি চা রপ্তানির পরিকল্পনা জানিয়েছি। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও তিন দিন থাকবেন এবং এ বিষয়ে আরও আলোচনা হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে।”

উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। “দুই দেশে ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে। দেশের স্বার্থে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আমরা উদ্যোগ নেব।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে। আমার কাজ দেশের স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ নিশ্চিত করা।”

বাণিজ্য সচিব উল্লেখ করেন, “প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ছিল সীমিত। তারা আমাদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। আমরা বাণিজ্য বৃদ্ধিতে কোনো সমস্যা দেখি না। আমাদের লক্ষ্য, পাকিস্তান থেকে আমদানি বাড়লেও রপ্তানি কম, সেটি সমতা আনা। এতে বাংলাদেশের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাংগাল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিনিধি জাইন আজিজ এবং বাণিজ্য সহকারী ওয়াকাস ইয়াসিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×