বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান


বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানানো হয়।

জাম কামাল খান বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই রপ্তানিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ওপর বেশ নির্ভরশীল। দু’দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, “ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যবহৃত পোশাকের নতুন ডিজাইনের মাধ্যমে পুনর্ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছে। এখানে দুই দেশের উদ্যোক্তাদের মনোযোগ দেয়া প্রয়োজন, যা রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে একযোগে কাজ করে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়া খাতে পাকিস্তান ভালো অবস্থানে আছে, তাই বাংলাদেশ চাইলে এসব পণ্য আমদানি করতে পারে। পাশাপাশি ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা পাকিস্তানের জন্য উপকারী হবে।”

তিনি আরও বলেন, “কৃষিকাজ ও উৎপাদনে নতুন প্রযুক্তি এবং মূল্য সংযোজন বাড়ালে বৈশ্বিক অর্থনীতিতে দুই দেশের রপ্তানির সুযোগ তৈরি হবে।”

জাম কামাল খান জানান, পাকিস্তানের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই বাংলাদেশে ‘সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন’ আয়োজন করা হবে, যা বেসরকারি খাতের সম্পর্ক আরও জোরদার করবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “সংস্কৃতি ও জীবনধারার দিক থেকে দুই দেশের মানুষের মধ্যে মিল রয়েছে। পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্য বাংলাদেশের বাজারে চাহিদাসম্পন্ন।” তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের বেসরকারি খাত সব সময় সরকারের কাছে এফটিএ স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এফটিএ স্বাক্ষর হলে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালু হলে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়বে।”

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×