অবৈধ সম্পদে স্ত্রীসহ সাবেক কর পরিদর্শকের নামে মামলার সিদ্ধান্ত


অবৈধ সম্পদে স্ত্রীসহ সাবেক কর পরিদর্শকের নামে মামলার সিদ্ধান্ত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী (এসএম বারী) এবং তার স্ত্রী ফিরোজা বেগমের নামে দুটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২১ আগস্ট) সাংবাদিকদের জানান, এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

মো. আব্দুল বারীর বিরুদ্ধে মামলা অনুযায়ী, তিনি ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, তিনি ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ফিরোজা বেগমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, তিনি তার স্বামীর সহায়তায় সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুমোদিত মামলায় ফিরোজা বেগমের সঙ্গে আসামি হয়েছেন তার স্বামী মো. আব্দুল বারী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×