পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্য উপদেষ্টা


পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চারদিনের সফরে বুধবার রাতে ঢাকায় পৌঁছান জাম কামাল খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন খাত চিহ্নিত করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পাবে। বর্তমানে বিদ্যমান বাণিজ্য সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার পথগুলো নিয়েও আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আগামী রোববার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া সফরের কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান এবং একটি ইস্পাত কারখানা পরিদর্শন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফর বাংলাদেশ-পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×