গভর্নরের বাধ্যতামূলক ছুটির নির্দেশ থাকা সত্ত্বেও অফিস করছেন বিএফআইইউ প্রধান


গভর্নরের বাধ্যতামূলক ছুটির নির্দেশ থাকা সত্ত্বেও অফিস করছেন বিএফআইইউ প্রধান

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে আজ বুধবারও শাহীনুল ইসলাম বিএফআইইউ কার্যালয়ে অফিস করছেন, যা নিয়ে বাংলাদেশ ব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া এবং উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের একাংশের কর্মকর্তারা গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর আহ্বান জানান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও শাহীনুল ইসলাম ভিডিওগুলোকে “ভুয়া” বলে দাবি করেছেন, বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে ভিডিওগুলোকে “সঠিক” হিসেবে শনাক্ত করা হয়েছে।

এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সেখান থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেন শাহীনুল ইসলাম। এই ঘটনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হবে বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×